রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সদর, সিলেট” এ ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২৫ টি জিপিএ ৫ (এ+), ৯৯ টি ‘এ’ গ্রেড সহ ৯৫.৯৮% পাস হয়েছে। উল্লেখ্য যে ২০২২ সালে মোট ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এক বানীতে প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল লাভ করেছে। হঠাৎ এই এলাকা বন্যা কবলিত হওয়ায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়তে পারেনি, নয়তো ফলাফল আরো ভালো হত। ভবিষ্যতে ফলাফল আরো ভালো হবে। তবে, বন্যায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে বন্যা পরবর্তী সময়ে শিক্ষকরা অতি যত্ন সহকারে পরীক্ষার্থীদের শিক্ষন-শিখন কার্যক্রম অব্যাহত রাখেন। সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য তিনি প্রিয় শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং অভিভাবক বৃন্দকে আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও অনেক অনেক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল ২৮.১১.২০২২ তারিখে প্রকাশিত হয়।
রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সদর, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১২৫৮০৭৮৩, ০১৩০৯১৩০৪২০
ই-মেইল:rghighschool@gmail.com
ওয়েব: www.rajargaonhs.edu.bd