এতদ্বারা রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসকল শিক্ষার্থী এখনো পূরনকৃত ইউনিক আইডি তথ্য ফরম (UID) জমা দেয়নি সেসকল শিক্ষার্থী আগামী ২৬ অক্টোবর ২০২২ ইংরেজী তারিখের মধ্যে বিদ্যালয়ে (সকাল ১১.০০ টা থেকে দুপুর ২.০০ টা) জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হল।
বি. দ্রঃ ইউনিক আইডি পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র করা হবে। বিষয়টি শিক্ষার্থীদের জন্য অতীব জরুরি।
তথ্য ফরম ডাউনলোড করুন এই সাইট থেকেঃ এই লিংকে ক্লিক করুন … http://www.banbeis.gov.bd/site/forms/2346f2fa-508b-44b1-b580-51d0a24cac0d/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9B%E0%A6%95
রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সদর, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১২৫৮০৭৮৩, ০১৩০৯১৩০৪২০
ই-মেইল:rghighschool@gmail.com
ওয়েব: www.rajargaonhs.edu.bd