সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম।
রাজার গাঁও উচ্চ বিদ্যালয় সিলেট সদর উপেজলার ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬১ খ্রি. থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে উত্তর সদরের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। সিলেট শহরতলির অন্যতম সুপরিচিত শিবের বাজার এলাকার প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে এর বিশাল ক্যাম্পাস অবিস্থত। বিভিন্ন পাবিলক পরীক্ষায় এর সফলতা শীর্ষ পর্যায়ে। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি সিলেট সদর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প সেকায়েপ প্রদত্ত সেরা উদ্দীপনা পুরস্কার লাভ করে।
প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষা সমাপনি,জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত। আমি বিগত কয়েক বছর থেকে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আছি। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সাধ্যানুযায়ী কাজ করি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তার প্রতিদান কখনো শোধ করা যাবে না।
আমি আশা করি, অত্র এলাকায় একটি সুশিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এই বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা সব সময় থাকবে। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন। এজন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করি।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফিজ।
রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সদর, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১২৫৮০৭৮৩, ০১৩০৯১৩০৪২০
ই-মেইল:rghighschool@gmail.com
ওয়েব: www.rajargaonhs.edu.bd